স্বর্গীয় শান্তিরাণী ফুটবল টুর্নামেন্ট তিনকন্যা পার্কে
সেখ সামসুদ্দিন, ২৬ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলে পতাকা উত্তোলন, শিশুদের অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকালে স্বর্গীয় শান্তিরাণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয় মন্তেশ্বর ব্লকের কালুই গ্রামের তিনকন্যা পার্কে। মাটির উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি তথা সমাজসেবী অসিত চ্যাটার্জী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ সহ কর্মাধ্যক্ষ ও সদস্যগণ জেলা পরিষদ সদস্য তন্ময় ব্যানার্জী, মন্তেশ্বর সহ অন্যান্য পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যগণ। অসিতবাবু জানান প্রতিবছরের মত এবারও প্রজাতন্ত্র দিবসে ১২ দলের অংশগ্রহণে স্বর্গীয় শান্তিরাণী ফুটবল টুর্নামেন্ট শুরু হল, চূড়ান্ত প্রতিযোগিতার দিন স্থির এখনও হয়নি। এছাড়াও সকাল থেকে এলাকার শিশুদের নিয়ে অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা করা হয়, তার পুরস্কার এদিন প্রতিযোগিতা শেষে দিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি দেশবাসীর জন্য সম্প্রীতি ও সংহতির বার্তা দেন। এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেমারি ২ ব্লক সংঘ ও জয়রামপুর নিউ আনন্দ সংঘ এবং ২-০ গোলে জয়রামপুর নিউ আনন্দ সংঘ জয়ী হয়।