স্বর্ণপদক প্রাপ্ত তবলা বাদকের তবলা লহড়ার কর্মশালার
সেখ সামসুদ্দিন, ৭ জুলাইঃ স্বর্ণপদক প্রাপ্ত তবলা বাদক অরুণ কান্তি পাল ছাত্র-ছাত্রীদের নিয়ে তবলা লহড়ার কর্মশালার আয়োজন করেন। মেমারি শহরের পাওয়ার হাউস এলাকায় একটি হলে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বর্ধমান হুগলী জেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিশেষ করে বর্তমানে ছাত্রীরাও তবলা বাদনে এগিয়ে আসছে এবং সম্মানের সঙ্গে সফলতা অর্জন করে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা পাচ্ছেন বলে জানান অরুণ কান্তি পাল। আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন এই অরুণবাবু বলেন পৃথিবীতে তিনি হয়তো বেশি দিন থাকবেন না কিন্তু তিনি তার এই ছাত্রছাত্রীদের মাধ্যমে সর্বত্র তার উপস্থিতি বজায় রাখবেন। প্রায় ৪৩ বছর ধরে তিনি তবলা বাজানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার জীবনের সবকিছু উজাড় করে ছাত্রছাত্রীদের তৈরি করছেন। অতীতে তার সংস্থা হৃদম নামে পরিচিত থাকলেও বর্তমানে ছন্দম নামে পরিচিত বলে জানা যায়।