স্বর্ণ ব্যবসায়ীদের একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ স্বর্ণ ব্যবসায়ীদের কালা দিবস উপলক্ষে সারাদেশের সঙ্গে মেমারি শহরেও স্বর্ণ ব্যবসা বন্ধ থাকে। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখা এদিন বানেশ্বরী ফুটবল মাঠে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। কালাকানুনের প্রতিবাদী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের প্রতিযোগিতা শুরু হয়। ৮ দলীয় এই প্রতিযোগিতায় ৫ ওভার করে খেলা হয় তবে সেমিফাইনাল ও ফাইনালে চার ওভার করে খেলা হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শিল্পী জুয়েলার্স একাদশ ও বেঙ্গল টাইগার একাদশ। টসে জয়ী হয়ে শিল্পী জুয়েলার্স ব্যাটিং করে চার ওভারে ৫৯ রান করে। পরে দুই উইকেটের বিনিময়ে ৬০ রান তুলে শিল্পী জুয়েলার্স জয়লাভ করে। সেরা ব্যাটসম্যান শিল্পী জুয়েলার্স এর শেখ বাপন সেরা বোলার ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় সেখ আমির।