স্বর্ণ ব্যবসায়ীদের সাথে বিশেষ বৈঠক মাড়গ্রাম থানা পুলিশের

Spread the love

স্বর্ণ ব্যবসায়ীদের সাথে বিশেষ বৈঠক মাড়গ্রাম থানা পুলিশের

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- দিন কয়েক পূর্বে বীরভূম পার্শ্ববর্তী বর্ধমানের রানীগঞ্জ বাজারে একটি সোনার দোকানে দিনে দুপুরে জনসমাগমের মধ্যেই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।যা নিয়ে স্বর্ণ ব্যবসায়ী সহ অন্যান্য ব্যাবসায়ী মহলের মধ্যেও দেখা দেয় আতঙ্ক।রানীগঞ্জে চুরির ঘটনায় রেশ কাটতে না কাটতেই ফের অনুরূপ ভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটে হাওড়ার ডোমজুড়ে।সেই ঘটনার জেরে বীরভূম জেলা পুলিশ প্রশাসন ও সজাগ হয়ে ওঠে।সেইসাথে সোনা ব্যবসায়ীদেরও সচেতনতা তথা সতর্কতা অবলম্বন করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়।সেরূপ শুক্রবার মাড়গ্রাম থানার পক্ষ থেকে স্থানীয় থানা চত্বরে স্বর্ণ ব্যাবসায়ী সমিতির সাথে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সোনার দোকানদারদের উদ্যেশ্যে জানানো হয় যে,সকল দোকানের মধ্যে সঠিক জায়গায় সি সি টি ভি ও লাইট লাগানো,এ্যালার্ম লাগানো,প্রতিষ্ঠিত দোকানের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা।পাশাপাশি চোখের সম্মুখে স্থানীয় থানার ফোন নাম্বার রাখা, প্রয়োজন অনুযায়ী যেন সঠিক সময়ে ফোন করে বিপদের কথা থানায় পৌঁছানো যায়।এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে যেন যাচাই করে সোনা কেনা হয় ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।সকলরকম প্রয়োজনে থানার সাহায্যে নেওয়া।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।রামপুরহাট সার্কেল ইন্সপেক্টর,রামপুরহাট দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, মাড়গ্রাম থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা সহ স্বর্ণ ব্যাবসায়ী সমিতির সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *