স্বাক্ষর
তুহিনা চক্রবর্তী
আমি চাইনি হেরে যাওয়ার ইতিহাস রচনা করতে।
চাইনি একমুঠো ঠুনকো আবেগের বশীভূত হতে।
শুধু চেয়েছিলাম স্মৃতির স্তূপ গড়তে।
স্মৃতিরা অসময়ে বাঁচতে শেখায়, একবুক বিশুদ্ধ অক্সিজেন দেয়।
তোমার বুকে একটা দমবন্ধ অনুভূতি
তাই তো তোমাকে জড়িয়ে সুখনিদ্রা আসেনা
দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাই পরস্পর থেকে।
বহুদূর এগিয়ে গেছি
তবুও হাতে হাত রাখিনি।
অদৃশ্য এক দূরত্ব
হৃদয়ের মাঝবরাবর থেকে গেছে চিরকাল।
তোমার অস্পষ্টতা আড়ষ্ঠতা বুঝিয়ে দিয়েছে
তুমি বন্ধু নও, প্রেমিক নও, প্রিয়তমা নও, কেউ
নও তুমি।
তুমি কেবলই চুক্তিবদ্ধ সাদা খাতার একটা পৃষ্ঠা
তোমাকে ভাসিয়ে দেওয়া যায়না, জ্বালিয়ে দেওয়া যায়না,যায়না বুকে আগলে রাখা।
তবুও আমি তোমার চোখেই রোজ
খুঁজতে যাই ভালোবাসা।