স্বাধীনতা দিবস উদযাপিত

Spread the love

স্বাধীনতা দিবস উদযাপিত

ঐশিক সেন,

একটু অন্যভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হল দুর্গাপুরের রায়ডাঙ্গা লিটল হার্ট স্কুলে l এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুলের ছোট ছোট ছাত্রদের আজকের সমাজের যোগ প্রশিক্ষণের গুরুত্ব বোঝানো হয় l জাতীয় পতাকা উত্তোলন করেন যোগাচার্য l
এই অনুষ্ঠানে স্বাধীনতা দিবসে বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন যোগাচার্য মৃত্যুঞ্জয় স্বর্ণকার তিঁনিই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে শিশুদের ভারতের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি যোগ ব্যায়ামের মহতি মূল্য বোঝান l স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি তরুণ ভট্টাচার্য, স্কুলের প্রতিষ্ঠাতা ধর্মেন্দ্র রাম স্কুলের শিক্ষিক ও শিক্ষিকারা l স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এই দিন উদযাপনের মূল বিষয় ছিল যোগের উপর সচেতনতা বৃদ্ধি l বাচ্চাদের শিক্ষার সাথে সাথে শারীরিক ও মানসিক বিকাশ কিভাবে ঘটবে সেই বিষয়ে যোগের চর্চা এবং হার্ট অ্যাটাকে হাত থেকে কি করে নিজেকে বাঁচানো যায় তার জন্য কিছু প্রাণায়াম ও ক্রিয়া দেখানো হয়। সেটি নিজে সকলকে দেখান যোগাচার্য মৃত্যুঞ্জয় স্বর্ণকার l অনুষ্ঠানে যোগসাথি বা যোগ প্রেমী সহযোগী হিসাবে ছিলেন চম্পা মন্ডল, সিমা হালদার, কাবেরী চৌধুরী, শিক্ষিকা মৌসুমী বিশ্বাস , অনুষ্ঠানে শিশুদের পিটির সাথে সাথে যোগ চর্চা করানো হয়। অনুষ্ঠানটি খুবই আনন্দ বর্ধক হয় অভিভাবক এবং অভিভাবক দের যোগ দানের মধ্য দিয়ে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *