স্বাস্থ্যকর্মীর উপর হামলার ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান সিউড়িতে

Spread the love

স্বাস্থ্যকর্মীর উপর হামলার ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
গত বুধবার ২১ /১০/২৫ তারিখ মহম্মদবাজার ব্লক এলাকার কাঁয়জুরী উপস্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মীর উপর একজন মদ্যপ ব্যক্তি চড়াও হয় এবং পাথর দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আচমকা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কর্মী নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা এবং চিৎকার করতে থাকেন । স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন। ক্ষতবিক্ষত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে এবং সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।মাথার ক্ষতস্থানে ২৪টি সেলাই হয়েছে এবং সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। সেই ঘটনার প্রতিবাদে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির সিউড়ি লোকাল কমিটির পক্ষ থেকে শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল যে, আক্রান্ত মহিলা স্বাস্থ্যকর্মী ও তাঁর পরিবারের নিরাপত্তা দিতে হবে।
হামলার সঙ্গে যুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মদ ও মাদকদ্রব্য অবিলম্বে বন্ধ করতে হবে। নারী নিরাপত্তার প্রশ্নে পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে । বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ইউ সি আই সিউড়ি শহর লোকাল কমিটির সম্পাদক কল্যাণ মণ্ডল সহ অন্যান্য সংগঠকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *