স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।সেই উপলক্ষে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।সেরূপ নেটজ্ বাংলাদেশ ও বিএম জেড জার্মানির আর্থিক সহায়তায় এবং ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় রাজনগর ব্লকের আদিবাসী অধ্যুষিত বাঁধআগাল এবং খয়রাসোল ব্লকের আমলাকুড়ি গ্রামে মহিলাদের নিয়ে পৃথক পৃথক ভাবে দুটি জায়গায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।সংগঠন পরিচালিত স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে শোভাযাত্রা বের করা হয়। এরপর নারী সুরক্ষা, নারী শিক্ষা, কন্যা ভ্রুণ হত্যা রোধ সহ নারী সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন সংস্থার কর্মকর্তারা।দুটি জায়গায় ১৫ টি দলের স্বনির্ভর গোষ্ঠীর প্রায় তিন শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে রাজনগর এলাকায় বক্তব্য রাখেন গৌরাঙ্গ দাস এবং খয়রাসোল এলাকায় বক্তব্য রাখেন চন্ডী চরন মন্ডল। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের মধ্য থেকেও বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।