স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে বামফ্রন্ট ও সিটুর ডাকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি বীরভূমে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- স্মার্ট মিটার প্রকল্প চালুর প্রতিবাদে সিপিএম প্রভাবিত শ্রমিক সংগঠন সিআইটিইউ ও জেলা বামফ্রন্টের ডাকে বৃহস্পতিবার জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। বিদ্যুৎ শিল্পকে বেসরকারিকরন,জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার প্রকল্প ও নয়া বিদ্যুৎ আইন সংশোধনী বিলের প্রতিবাদে মূলত আজকের কর্মসূচি বলে সংগঠন সূত্রে জানা যায। এদিন জেলা সদর সিউড়িতে অবস্থিত জেলা বিদ্যুৎ দপ্তরের সামনে সিটুর পক্ষ থেকে বিক্ষোভ ও জমায়েত সংঘটিত হয়।পরে উক্ত দপ্তরের আধিকারীকের মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি জেলার তিন মহকুমার বিদ্যুৎ দপ্তর এবং ব্লক স্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও চারদফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। সিউড়িতে জেলার রিজিওনাল বিদ্যুৎ দপ্তরের সামনে উক্ত দাবির সমর্থনে বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা নেতা বলরাম চ্যাটার্জী, জেলা বিদ্যুৎ কর্মচারী আন্দোলন নেতা নিলয় ঘোষ। রামপুরহাট মহকুমা বিদ্যুৎ দপ্তরের সামনে বক্তব্য রাখেন সিটু জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক এবং জেলা কমিটির সভাপতি মতিউর রহমান। একই দাবিতে বোলপুর মহকুমা বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বামফ্রন্টের উদ্যোগে। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম জেলা কমিটির সদস্য মানব রায়, আর এস পি জেলা নেতৃত্ব তুষার ব্যানার্জি প্রমুখ নেতৃত্ব। এছাড়াও সিটু ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে মিছিল ও অবস্থান বিক্ষোভ সহযোগে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় সিউড়ি,বোলপুর,রাজনগর, সাঁইথিয়া, মল্লারপুর, নলহাটি, ইলামবাজার, দুবরাজপুর এলাকায়।