স্মৃতির গোলকধাঁধায়
সুবল সরদার
আজ ২৭ এ আগষ্ট ২০২৩ , রবিবার। আমি এখন আমাদের ফকির চাঁদ কলেজে। সেদিন আর আজকের দিনের তফাতটা এখন মর্মে মর্মে উপলব্ধি করছি। কোন মতেই মেলাতে পারছি যা আমি এতো দিন ধরে মনে মনে ভেবেছি । মনটা বিষাদে ভরে ওঠে । দু একজন প্রাক্তনির সঙ্গে দেখা হয়, ফোন নাম্বার ও বিনিময় হয়। কিন্তু সে আবেগ কোথায়? এই আবেগহীন অনুভুতি নিয়ে তত্রতত্র কলেজের মধ্যে ঘোরাঘুরি করছি । প্রিয় কলেজ এখন আর আগের মতো মন টানছে না। কয়েকজন সাংবাদিক বন্ধু , গোপাল দা (এই কলেজের একজন প্রাক্তন ছাত্র) মিলে আমরা নদীর তীরে যাই। মনে মনে খুঁজছি সেই জায়গাটা যেখানে মানসীর পাশে বসে নদীর ঢেউ গুনেছি, জাহাজ দেখেছি । সেই ঝাউবন আর নেই। সেই তীর নদীর বুক চলে গেছে। নদীটা কেমন বেসুরো হয়ে বয়ে চলেছে। ভালোবাসার ছবি কেমন ঝাপসা লাগছে। খানিকক্ষণ সেখানে থাকার পরে একটা আটো ধরে ফিরে আসি কলেজে । গোপাদির সঙ্গে দেখা হয়। তিনি আমাদেরকে ইংরেজী পড়াতেন। খুব ভালো লাগে। কত বছর পর দেখা! সালেহার সঙ্গে দেখা হয় । আমার সহপাঠী। সে এখন এই কলেজের ইতিহাসের শিক্ষক। বর্তমান প্রিন্সিপাল ডঃ সোমেন চন্দর সঙ্গে পরিচয় হয়। এই অনুষ্ঠান তিনি এখন স্বাগত ভাষণ দিচ্ছেন । উপস্থিতি হয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী বাত্য বসু। এরপর তিনি ভাষণ দেবেন । স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার সহ আরো কিছু পদাধিকারী মঞ্চে উপবিষ্ট আছেন । সভা পরিচালনা করছে একজন প্রাক্তনী।
নতুন করে কেন ওয়াল ম্যাগাজিনের উদ্বোধন বোধগম্য হচ্ছে না । বর্তমান ছাত্র ছাত্রীদের তেমন সমাবেশ চোখে পড়ছে না । কেন নেই? কেমন ছন্দপতন লাগছে । তবুও জমজমাটি অনুষ্ঠান বলবো । মধ্যাহ্নে খাওয়ার জন্যে বিরতি । তারপর আরো অনুষ্ঠান আছে । প্রাক্তনীদের প্রোগ্ৰাম ।
ফ্রাইট আইস সঙ্গে চিকেন, চাটনি,স্যালাড , একটা করে মিনারেল ওয়াটার বোতল , একটা করে হাজমোলার প্যাকেট । বেশ ভালোই । তারপর কলেজ থেকে বিদায় সঙ্গে একরাশ বিষন্নভরা অনুভূতি। ভালোবাসার রিক্সা চড়ে কলেজে গেছি আর দুঃখের রিক্সা চড়ে এখন বাড়ি ফিরছি। কোথা সে কলেজের মিষ্টি ছায়া! কোথা মাঠ,কোথা সে নদী! কোথায় তারা – অতি পরিচিত মুখ সুলেখা কৃষ্ণা মানসী রুবি মৌসুমী মনিষা, শ্যামল সন্দীপ মহেশ যাদের আমি প্রতিদিন মনে মনে দেখি। প্রভাতের আলোর মতো সে কী মিষ্টি! সেদিন ছিল বৈশাখের বিকাল । আজ সেখানে কালবৈশাখীর ঝড় উঠেছে।
রিক্সাওয়ালা,কীরে ,যাবি? হ্যাঁ, কোথায়?
ছোটোবেলায়।
অবেলায় এতো দূরে ।
সত্যি ,সে আজ দূরের দেশে। সেদেশ থেকে একবার ফিরে এলে আর কখনও ফেরা যায় না। সে শুধু স্মৃতির দেশ হয়ে যায় ।