খায়রুল আনাম,
বীরভূম : যে বোলপুর শহরের সঙ্গে একদা জাতিরজনক মহাত্মা গান্ধীর সম্পর্ক-সূত্র স্থাপিত হয়েছিলো এবং তিনি বার বার বোলপুর-শান্তিনিকেতনে এসেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে তিনি এখানে এসেছেন। শান্তিনিকেতনে একাধিকবার এসেছেন খান আব্দুল গফফার খান। পরবর্তীতে তিনি পরিচিত হয়েছেন সীমান্ত গান্ধী হিসেবে। তিনি নিজের পুত্রকে শান্তিনিকেতনে রেখে গিয়েছিলেন কবিগুরুর তপোবন আশ্রমে। সেই বোলপুর শহরে বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৩০ জানুয়ারী পালিত হলো মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রার্থনা সভা। রাজ্য সঙ্গীত এবং মহাত্মার প্রিয় রামধনু সঙ্গীত দিয়ে শুরু হয় এদিনের সভা। পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় মহাত্মার প্রতিকৃতিতে। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা বিভিন্ন রচনা পাঠ করে এবং বক্তৃতার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান। এদিন সঙ্গীত পরিবেশন করেন গীতিকুঞ্জের শিল্পীরা।