স্যানেটারি ন্যাপকিন বিতরণ সহ সচেতনতা শিবির স্বেচ্ছাসেবী সংস্থার রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম;- নপাড়া মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় বিদ্যালয়ের কিশোরীদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।এদিন অনুষ্ঠানে যেমন স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয় পাশাপাশি জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতার উপর আলোকপাত করা হয়।সংগঠনের পক্ষে চন্দন ব্যানার্জী অনুষ্ঠান সম্পর্কে বলেন এই ধরনের কর্মসূচি আরো বেশি বেশি করে করা দরকার। সকলেই অবগত আছেন যে, ভারতবর্ষের লক্ষ লক্ষ মহিলা জরায়ু ক্যান্সার আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যান। সেটাকে যেন প্রতিরোধ করা যায় সে বিষয়েই মূলত সচেতনতা শিবিরের আয়োজন। পাশাপাশি বাচ্চা মেয়েরা যেন ফ্রিতে নেওয়ার মানসিকতা না নেই সেজন্য তাদের দিয়ে সীডবল তৈরি করানো হয়। যাহা সবুজায়নের ক্ষেত্রে কাজে লাগবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নপাড়া মহিলা কল্যাণ সমিতির সদস্য পম্পা ভদ্র, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পক্ষে কল্পনা ভান্ডারী, কর্ণ দাস, স্থানীয় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অপর্না সিংহ, শ্যামলী মন্ডল সহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ।অনুষ্ঠান সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে শিক্ষিকা অপর্না সিংহ বলেন এই আলোচনা শিবির টি খুব সময়োপযোগী, এধরনের সচেতনতা মূলক শিবির আরও বেশি বেশি করা দরকার, তাহলে মেয়েরা বেশি উপকৃত হবে। অনুরূপ এক ছাত্রী ও তার মতামত প্রকাশ করে এবং অনুষ্ঠানে এসে জড়তা কাটিয়ে ও ব্যবহারের সঠিক পদ্ধতি সহ নিয়মাবলী, বিধিনিষেধ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা তৈরি করা গেছে। এদিন খেলার ছলে এবং উৎসাহ উদ্দীপনা সহকারে সীডবল তৈরি করতে হাত লাগাতে দেখা যায় কিশোরীদের।