হযরত সৈয়দ শাহতাজ ওলীর উরস উপলক্ষে সম্প্রীতির মেলা, খন্নি গ্রামে

Spread the love

হযরত সৈয়দ শাহতাজ ওলীর উরস উপলক্ষে সম্প্রীতির মেলা, খন্নি গ্রামে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার লোকপুর থানার অধীনস্থ শাল নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম খন্নি।যা একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল এলাকা। সেখানেই বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলী (রহঃ)।স্থানীয় গ্রামের বয়স্ক ব্যক্তিদের কাছে জানা যায় যে, সুদূর পারস্য থেকে সাধনার উদ্দেশ্যে আসেন এবং নিরিবিলি জায়গা হিসেবে এখানেই আশ্রয় নেন সুফি সাধক হজরত সৈয়দ শাহতাজ ওলী(রহঃ) । প্রথম দিকে গ্রামবাসী এমনকি এলাকাবাসীও ঠিক সেই অর্থে উনার পরিচয় না পেলেও পরবর্তীকালে বেশ কিছু অলৌকিক ঘটনার কথা জনসমক্ষে প্রকাশ পায়।তৎকালীন রাজনগরের রাজার লোকজন উনার অলৌকিক ঘটনার সম্মুখীন হন।কিছু ভুল ভ্রান্তি কথার প্রেক্ষিতে রাজা বুঝতে পেরে উনার সরণাপন্ন হন এবং পরবর্তীতে উনার মাজার শরীফ তৈরি করে দেন। পাশাপাশি উনার সেবাইতকারীদের জন্য বেশ কিছু জমিও দান করেন বলে কথিত আছে। সেই থেকে প্রতিবছর বাংলা ৯ ই মাঘ উরস উৎসব পালিত হয়ে আসছে। সাথে সাথে বসে পাঁচ দিনের গ্রামীণ মেলা। যাহা এলাকায় সম্প্রীতির মেলা হিসেবে পরিচিত লাভ করে। স্থানীয় এলাকা সহ দুরদুরান্ত থেকেও বহু ভক্ত সমাগম ঘটে। উরস উপলক্ষে বুধবার রাতে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, ধর্মীয় জলসা ও দোয়া খয়ের এর আয়োজন করা হয়।শুক্রবার উরস উপলক্ষে বসা মেলা এবং ভলিবল প্রতিযোগিতার শুভ সূচনা করেন লোকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল। একান্ত সাক্ষাৎকারে উরস উপলক্ষে বিস্তারিত বিবরণ দেন মাজার শরীফ কমিটির সদস্য মৌলানা নাজিমুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *