হলদিয়া রিফাইনারিতে সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৫-এর শুভারম্ভ

Spread the love

হলদিয়া রিফাইনারিতে সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৫-এর শুভারম্ভ

জুলফিকার আলি,

২৭ অক্টোবর : হলদিয়া রিফাইনারিতে আজ থেকে সতর্কতা সচেতনতা সপ্তাহ (VAW) ২০২৫ শুরু হল। চলবে ২ নভেম্বর পর্যন্ত। এর উদ্বোধন করেন রিফাইনারির নির্বাহী পরিচালক (প্রযুক্তিগত)
এস. কে. দাস। উপস্থিত ছিলেন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, আইওসি অফিসার্স অ্যাসোসিয়েশন এবং HREU-এর প্রতিনিধিরা ও রিফাইনারির সমস্ত স্তরের কর্মীরা।
এই বছর সতর্কতা সচেতনতা সপ্তাহের শ্লোগান হল – “সতর্কতা : আমাদের সকলের সাধারণ দায়িত্ব”।
তাঁর উদ্বোধনী ভাষণে শ্রীদাস বলেন, সতর্কতা সচেতনতা সপ্তাহ কর্মী, অংশীদার এবং বিস্তৃত সম্প্রদায়ের মধ্যে স্বচ্ছতা, সততা এবং অখণ্ডতা প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করে। তিনি সকলকে তাদের দৈনন্দিন কাজে সতর্ক এবং আত্মপর্যবেক্ষণশীল থাকার আহ্বান জানান, যাতে কর্পোরেশনের মূল মূল্যবোধ এবং নৈতিক মানদণ্ড বজায় রাখা যায়। তিনি সমস্ত কর্মীদের সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচি পালন ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্যও আহ্বান জানান।
এর আগে রিফাইনারির ডিজিএম (সতর্কতা), ডি. ঘোষ, উপস্থিত সকলকে স্বাগত জানান এবং সতর্কতা সচেতনতা সপ্তাহের উদ্দেশ্যগুলি তাদের সামনে তুলে ধরেন। তিনি জানান, এই উপলক্ষে হলদিয়া রিফাইনারি আউটরিচ কর্মসূচি, পথ নাটক, “সতর্কতা রথ”-এর উদ্বোধন, স্কুল ছাত্রদের জন্য বিতর্ক প্রতিযোগিতা, দেওয়াল চিত্রকলা, এবং কর্মীদের মধ্যে স্লোগান প্রতিযোগিতা সহ একাধিক আকর্ষণীয় কার্যক্রমের পরিকল্পনা করেছে, যাতে সমস্ত ধরনের মানুষের মধ্যে সতর্কতা এবং অখণ্ডতার বার্তা ছড়িয়ে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *