হলদিয়া শিল্পনগরীতে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবে চাঁদের হাঁট
নিজস্ব প্রতিবেদন, হলদিয়া: বাম আমলে হলদিয়া উৎসব ছিল রাজ্যের অন্যতম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতবর্ষ তো বটেই অন্যান্য দেশ থেকেও বহু শিল্পী এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। যার নেপথ্যে মূল কারিগর ছিলেন তৎকালীন সিপিএমের সাংসদ লক্ষ্মণ শেঠ। বর্তমানে হলদিয়া উৎসবের জৌলুস হারিয়েছে। কিন্তু ফের হলদিয়া শিল্পনগীর বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব যেন পুরনো হলদিয়া উৎসবকে মনে করিয়ে দিল। নতুন বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপনজন আয়োজিত এই উৎসব যেন চাঁদের হাট। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।
প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের প্রয়াত স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের হাত দিয়ে শুরু হওয়া এই উৎসব এবার ২০ বছরে পা দিল। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষ নগরে (হলদিয়া ইন্সটিটিউট অফ হেল্থ সায়েন্স ক্যাম্পাস নলেজ সিটি) উৎসবের আয়োজন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির এই মিলন প্রাঙ্গণে এবার পাঁচ শতাধিক কবি সাহিত্যিক, শিল্পী অংশ নিতে আসছেন। দুই বাংলা ছাড়াও বহির্বঙ্গের উত্তরপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, মেঘালয়, আন্দামান, আসাম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কানপুর, মুম্বাই, ত্রিপুরা, মণিপুরের পাশাপাশি আমেরিকা, কানাডা, দুবাই সহ বঙ্গ সংস্কৃতি চর্চার বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন।
এই উৎসবকে প্রাণময় করতে হাজির থাকছেন বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি জগতের এক ঝাঁক ব্যক্তিত্ব। শুক্রবার আইকেয়ার ক্যাম্পাস-আর্যভট্ট গ্রন্থাগার প্রাঙ্গণে কবি তমালিকা পণ্ডাশেঠের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক লক্ষ্মণ শেঠ। বুধবার অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা ও অন্যান্য ক্ষেত্রে অংশ নিলেন ২০২৩ সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, চিত্রশিল্পী হিরণ মিত্র, কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, কথা সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, পদ্মশ্রী বুলা চৌধুরী, মানসী দে শেঠ, আশীষ লাহিড়ী, সায়ন্তন শেঠ প্রমুখ ব্যক্তিত্ব। উদ্বোধনী দিনে আপনজন সম্মাননায় সম্মানিত হলেন অখণ্ড মেদিনীপুরের চার কৃতি সন্তান প্রাবন্ধিক, অধ্যাপিকা সত্যবতী গিরি, লোক গবেষক ও গল্পকার চিন্ময় দাশ, বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, কবি ও সংগীত শিল্পী শিশিরবিন্দু দত্ত।
আগামী বৃহস্পতি ও শুক্রবার উৎসবে অন্যতম আকর্ষণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কথাসাহিত্যিক শ্রী অমর মিত্র, কথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়-সহ সাহিত্য, সংগীত ও সংস্কৃতি জগেতর একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি। উৎসবে আলোচনা সভা, কবিতা, ছড়া ও অণুগল্প পাঠ, গান, নৃত্য, লিটল ম্যাগাজিন মেলা, চিত্রশিল্প কর্মশালা।