হাইকোর্টের দুই বিচারপতি হাওড়া জেলা আদালতে এডিআর ভবন উদঘাটনে

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,

, শনিবার বিকেলে হাওড়া জেলা আদালত চত্বরে এডিআর ভবনের শুভ উদঘাটন ঘটলো। কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতি সহ জেলা আদালতের প্রায় বিচারক এদিন উপস্থিত ছিলেন নুতন ভবন উদঘাটনে। প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারের অনুদানে এই ভবন নির্মাণ প্রকল্প টি জমি জটে আটকে ছিল বলে প্রকাশ। জেলা প্রশাসনের সক্রিয়তায় জমি জটের সমাধান ঘটে। কলকাতা হাইকোর্টের অধীনে সংশ্লিষ্ট জোনাল জাজ  তথা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার, আরেক বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়( সেক্রেটারি – ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি)  পাশাপাশি এসএলএসএ এর মেম্বার সেক্রেটারি দূর্গা খৈতান, হাওড়া জেলাজজ শম্পা দত্ত (পাল)  সহ সিভিল এবং ক্রিমিনাল বার এসোসিয়েশনের পদাধিকারীরা ছিলেন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। এডিআর ভবন কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান – ” আমাদের অফিসের নিজস্ব ভবন চালু হওয়ায় আমরা খুশি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *