হাইকোর্টের শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে আজ কোটশিলায় কর্মসূচি কুড়মিদের
মোল্লা জসিমউদ্দিন ,
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পুরুলিয়ার কোটশিলায় আদিবাসী কুড়মি সমাজ কে শর্তসাপেক্ষে মিছিল এবং সভা করার অনুমতি দিল। আজ অর্থাৎ বুধবার এই রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।পুরুলিয়ার ঝালদা ২।নম্বর ব্লক কমিটির সভাপতি হিসেবে সভা,মিছিল ও ডেপুটেশনে জন্য মামলাকারী অনিল মাহাতো গত ২৫.১০.২০২৫ তারিখে ভারপ্রাপ্ত অধিকারীক কোটশিলা থানার কাছে আবেদন জানিয়েছিলেন।২৯.১০.২০২৫ তারিখে সভার জন্য আবেদন পত্র জমা করেছিলেন । স্থানীয় থানার পুলিশের তরফে আদিবাসী কুড়মি সমাজের আবেদনের সদূত্তর না পাওয়ার কারণে আদিবাসী কুড়মি সমাজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে।মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আদিবাসী কুড়মি সমাজের হয়ে আইনজীবী সৌগত মিত্র আদালতে দাবি করেন যে, -‘ মিছিল ও সভার অনুমতি আবেদন করা সত্ত্বেও কোনো সদুত্তর মেলে নি’। এরপর হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ সমস্ত দিক পর্যবেক্ষণ করে কোটশীলা কলেজ মাঠে কিছু শর্ত আরোপ করে মিছিল ও সভা অনুষ্ঠিত করার পুলিশকে নির্দেশ দেন। এবং তারসাথে গণ ডেপুটেশনে পেশ করার নির্দেশ দেন।
