হাইকোর্ট কে করোনা আবহে বাস্তবসম্মত নির্দেশ দিতে বললো সুপ্রিম কোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
‘হাইকোর্ট করোনা নিয়ে অবাস্তব নির্দেশ দেওয়া বন্ধ করুক।সব মানা যায়না। করোনাকালে বিভিন্ন মামলায় হাইকোর্ট যা নির্দেশ দিচ্ছে তা বাস্তবসম্মত নয়।পালন করা যায়না এমন রায় থেকে বিরত থাকা উচিত ‘। ঠিক এইরকম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি বিনীত শরন এবং বি আর গভৈবের।এলাহাবাদ হাইকোর্টের এক আপিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এইধরনের পর্যবেক্ষণ উল্লেখ রাখে।শুধু তাই নয়, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। কি এমন নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, যে সুপ্রিম কোর্ট তা অবাস্তব বলে মনে করে থাকে? চলতি সপ্তাহে এলাহাবাদ এক মামলার নির্দেশিকায় জানায় – ‘ উত্তরপ্রদেশে চারমাসের মধ্যেই সমস্ত বেসরকারি হাসপাতালে প্রতিটি বেডে অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। আগামী এক মাসে সমস্ত গ্রামে আইসিইউ পরিষেবা যুক্ত এম্বুলেন্স থাকতে হবে’। এই ধরনের এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ কে অবাস্তব বলে মনে করছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশে প্রতিদিন গড়ে মারণ ভাইরাস করোনা সংক্রমণ সংখ্যা ২০ হাজারের বেশি। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা দেখা যেত বেশি। এমনকি করোনা লাশ গঙ্গায় ফেলে দেওয়া এবং নদীর চরে পুতে দেওয়ার নজির দেখা গেছে এই উত্তরপ্রদেশে।যা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন অন্যান্য চাররাজ্যের মত উত্তরপ্রদেশের রাজ্য সরকার কে নোটিশ করে থাকে।