হাইসেন্স ইন্ডিয়া গ্রেট ইস্টার্ন রিটেলের সঙ্গে হাত মিলিয়ে খুচরা বাজারে উপস্থিতি বাড়াল
2nd Sepetember 2025 — বিশ্বের নামী ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হাইসেন্স, ভারতের বড় ইলেকট্রনিক্স রিটেল চেইন গ্রেট ইস্টার্ন রিটেলের সঙ্গে নতুনভাবে যুক্ত হল। এই সহযোগিতার ফলে হাইসেন্সের টিভি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স এখন পাওয়া যাবে গ্রেট ইস্টার্ন রিটেলের ৯০টিরও বেশি দোকানে। এই দোকানগুলো রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশে। সেইসঙ্গে গ্রেট ইস্টার্ন রিটেলের অনলাইন প্ল্যাটফর্মেও হাইসেন্সের সব পণ্য পাওয়া যাবে।
ভারতের ইলেকট্রনিক্স বাজার দ্রুত বাড়ছে। তাই সারা দেশে উপস্থিতি বাড়াতে হাইসেন্স একের পর এক বড় রিটেল চেইনের সঙ্গে জোট বাঁধছে। গ্রেট ইস্টার্ন রিটেলের বড় নেটওয়ার্ক ও নানা ধরনের পণ্যের সঙ্গে যুক্ত হয়ে হাইসেন্স আরও বেশি ক্রেতার কাছে পৌঁছতে চাইছে।
হাইসেন্স ইন্ডিয়ার সিইও পঙ্কজ রানা বলেন, “ভারতের বর্তমান শহুরে জনসংখ্যা প্রায় ৫৪ কোটির কাছাকাছি। আগামী ২০৩০ সালের মধ্যে তা ৬০ কোটিরও বেশি ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্মার্ট হোম ডিভাইস ও আধুনিক গৃহস্থালী সামগ্রীর চাহিদা দ্রুত বাড়ছে এবং আগামী দিনে তা আরও বাড়বে। ক্রেতাদের চাহিদা বোঝার গভীর অভিজ্ঞতা এবং বাজারে বিস্তৃত উপস্থিতির কারণে গ্রেট ইস্টার্ন রিটেলস আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবে। এই অংশীদারিত্ব আমাদের শুধু পূর্ব ভারতের বাজারেই নয়, দেশের অন্যান্য বড় বাজারেও অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সাহায্য করবে।”
গ্রেট ইস্টার্ন রিটেলের ডিরেক্টর পুলকিত বাইদ বলেন,“আমাদের লক্ষ্য সবসময়ই ছিল গ্রাহকদের নতুন প্রযুক্তি দেওয়া। ভারতের বাজার এখন দ্রুত বদলাচ্ছে। স্মার্ট টেকনোলজি ও বড় স্ক্রিন টিভির চাহিদা অনেক বেড়েছে, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম আর হোম থিয়েটার জনপ্রিয় হওয়ার কারণে। হাইসেন্সের সঙ্গে যুক্ত হয়ে আমরা এই চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে পারব।”
হাইসেন্স ইন্ডিয়া ইতিমধ্যেই দক্ষিণ ভারতে সাথিয়া এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছে এবং পশ্চিম ভারতসহ দেশের নানা জায়গায় দোকান বাড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে তারা সারা ভারতে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চায়।