আমিরুল ইসলাম,
বিধায়ক মান গোবিন্দের হাত ধরে আজ ভাতারের দলীয় কার্যালয়ে প্রায় 1000 বিজেপি ও সিপিএম কর্মী যোগদান করলো তৃণমূলে।
রাজ্যজুড়ে তৃণমূলে যোগদান এর হিড়িক পড়েছে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর।
বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে বহু কর্মী বিজেপিতে যোগদান করেছিল।
বিধানসভা ফল ঘোষণার পর বিজিবিতে যাওয়া মুকুল রায় পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে।
আজ ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারীর হাত ধরে প্রায় এক হাজার সিপিএম ও বিজেপির কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব।
বিধায়ক মানব অধিকারী জানান ,আজ এই নতুন সদস্যদের বার্তা দিলাম আগামীতে ভাতার এলাকাকে শান্তি রেখে সোনার ভাতার গর্ব আমরা সকলে।