সেখ সামসুদ্দিন ,
হাট গোবিন্দপুরের প্রাচীণ ঐতিহ্যকে সামনে রেখে বাংলার বুক থেকে কমে চলা বৃক্ষের ঘাটতি পূরণে বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে হাটগোবিন্দপুরে অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। একদিনে পাঁচশো তালগাছ বসানোর কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি বৃক্ষবন্ধু সমন্বয় দলের পক্ষ হতে বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত সারা জেলাব্যাপী খেজুর গাছ লাগানোর কথা ঘোষণা করেন। এদিন সন্নিকটস্থ উড়েপাড়ায় একটি মঞ্চের উদ্বোধন করেন বর্ধমান ২ ব্লক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন যজ্ঞ এইভাবে অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন জিলা পরিষদ কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, গাছ মাস্টার অরূপ চৌধুরী, সৌরেন্দ্র কোনার সহ পূর্বস্থলী জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সংগঠন, বৃক্ষবন্ধু সমন্বয় দল এবং বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যবৃন্দ। অন্য একটি অনুষ্ঠানে থাকায় দেরিতে এসে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণী সম্পদ দপ্তরের মন্তী স্বপন দেবনাথ এবং সাংসদ মমতাজ সংঘমিতা এবং তাঁরা মঞ্চের উদ্বোধন করেন।