হাতির আতঙ্কে আতঙ্কিত সারেঙ্গা বাসি
। সাধন মন্ডল বাঁকুড়া:—- আজ সোমবার ভোর থেকেই সারেঙ্গার চিলতোড় ও গোয়ালবাড়ি অঞ্চলে, দাপিয়ে বেড়ালো একটি হাতির দল। সকাল ছটা সাড়ে ছটা নাগাদ হাতির দলটি চিলতোড় গ্রাম পঞ্চায়েতের ভাঙাডালী গ্রামের পাশ দিয়ে আমঝোর মাঠের মধ্য দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে তারপর তারা তাঁতিডাঙ্গা জঙ্গলে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কথায় হাতির দলটিতে পাঁচটি হাতি রয়েছে তাদের মধ্যে একটি বাচ্চা হাতে হাতি রয়েছে সারাদিন তাঁতি ডাঙ্গা জঙ্গলে হাতিগুলি ছিল বিকেলে তেলিজাঁত ও সুখাডালির মধ্যে কংসাবতীর সেচ ক্যানেলের পাড়ে অবস্থান করেছিল । বন কর্মীরা নজর রেখেছেন সাথে রয়েছে সারেঙ্গা পুলিশ প্রশাসন ।সারেঙ্গা থানার পক্ষ থেকে এলাকাবাসীদের মাইক নিয়ে সতর্ক করা হয়েছে। এলাকাবাসীদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও সারেঙ্গা বনাঞ্চলের বন বিভাগের পক্ষ থেকে সেভাবে সতর্ক করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। বন বিভাগ অনেকটা উদাসীন। সারেঙ্গা বনাঞ্চলের বন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। বিট অফিসার অভিজিৎ গড়াই বলেন এই মুহূর্তে জঙ্গলে দুটি হাতি রয়েছে। বনকর্মীরা সতর্ক রয়েছেন। এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।