হাতে থালা,মুখে হুইসেল নিয়ে হকারদের বিক্ষোভ প্রদর্শন

Spread the love

হাতে থালা,মুখে হুইসেল নিয়ে হকারদের বিক্ষোভ প্রদর্শন

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- পৌরসভার নির্দেশিকা অনুযায়ী ২৮ তারিখের মধ্যে রামপুরহাটের প্রাণ কেন্দ্র পাঁচ মাথার মোড়ে ফুটপাত এর সমস্ত দোকানদাররা মালপত্র সরিয়ে নিয়েছেন। নচেৎ ২৯ তারিখে উচ্ছেদ অভিযানের কথা ছিল ডাকবাংলা মোড় থেকে কামারপট্টি হয়ে মহাজনপট্টি পর্যন্ত।কিন্তু ভোর পাঁচটা থেকেই সমস্ত হকাররা তাদের পরিবারবর্গকে নিয়ে ডাকবাংলা মোড়ে ও পাঁচ মাথায় মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের দাবি রুটি রুজি বন্ধ তথা পেটের ভাত বন্ধ করা চলবে না। বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ করতে দেব না। তাই তারা জেসিবি মেশিন ও ইলেকট্রিক অফিসের গাড়ি ঘুরিয়ে দেয়। তারপর আন্দোলন শুরু করে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। প্রথমে ডাকবাংলা মোড় থেকে তৃণমূল পার্টি অফিস হয়ে স্টেট ব্যাংক হয়ে কোর্টের গলি হয়ে মিছিল করে পাঁচ মাথায় অবস্থান বিক্ষোভ শুরু করেন। এবং সকাল দশটার সময় এসডিও অফিসের সামনে তারা অনশনে বসবেন বলেও হুমকি দেন। রামপুরহাট শহর জুড়ে ফুটপাতে বসবাসকারী ব্যাবসায়িক থেকে ছোট বড় সব ধরনের দোকান ও ছোট ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের প্রতিবাদেই শনিবার বীরভূমের রামপুরহাট শহরের ডাকবাংলা মোড়ে সকল ব্যবসায়ী রং তথা রাজনৈতিক দল ভুলে একসাথে বিক্ষোভ প্রদর্শনে সামিল হতে দেখা যায় । তাদের দাবি দীর্ঘদিন ধরে ব্যবসা করার পর এই উচ্ছেদ আমরা মানছি না। যে কোন উপায়ে এই উচ্ছেদ অভিযান আমরা মানবো না, তার জন্য যা করতে হয় আমরা করবো।
এছাড়াও আওয়াজ ওঠে যে
রামপুরহাট শহরে স্টেট ব্যাংক এর পাশে সরকারি জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে। সেই কার্যালয় উচ্ছেদ না করে ফুটপাতে বসবাসকারী ব্যবসায়ীদের উচ্ছেদ মানছিনা, মানবনা। এই দাবিতে বীরভূমের রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে হাতে থালা বাসন এবং মুখে হুইসেল বাঁশি বাজিয়ে মিছিল করে পাঁচমাথা মোড়ে বসে ক্ষনিকের জন্য অবস্থান বিক্ষোভের পর মিছিলটি শহরের দিকে বেরিয়ে যায়।সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে থাকা তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় অক্ষত অবস্থায় রেখে হকারদের উচ্ছেদ সম্পর্কে বিক্ষোভ প্রদর্শনের পর সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন এবং জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ তৃনমূল কংগ্রেস ও অভিষেক ব্যানার্জী কে একহাত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *