কাজল মিত্র,
:- গান্ধীর মূর্তির নীচে বসে থাকা কংগ্রেসীরা হাতরাসের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সোমবার, কংগ্রেসপন্থীরা উত্তরপ্রদেশের হাথরাসে গ্যাং-আক্রান্ত পরিবারকে সহযোগিতা না করার এবং ইউপি প্রশাসনের অভিযোগের প্রতিবাদ করে এবং আসানসোল কোর্টের কাছে গান্ধী মূর্তির নীচে একটি বিক্ষোভ কর্মসূচি করেন এবং দলিতদের উপর অত্যাচার বন্ধ হওয়ার দাবী জানান । কংগ্রেস নেতা শহীদ পারভেজ বিজেপিকে কটাক্ষ করে বলেন যে ইউপিতে গুন্ডারাজ যেভাবে চলছে, সেখানকার সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। বিজেপি সরকারের যে গুন্ডারাজ এখন
চলছে তা সমস্ত দেশ জেনে গেছে।যেভাবে সাধারণ মানুষ এবং দলিতদের উপর অত্যাচার বেড়েছে সে বিষয়ে যুব কংগ্রেস নেতা বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেস ইনচার্জ
অধীর রঞ্জন চৌধুরীও ওই ঘটনাটির সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখেন যে দেশের প্রতিটি শহর,গ্রাম থেকে ব্লকে ব্লকে মানুষ আজ আন্দোলনের পথে নেমেছে ।সুতরাং ওই যুবতীর বিচার চেয়ে আমাদের কংগ্রেসের পক্ষ থেকেও আন্দোলন চলবে ।