হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে প্রকৃত প্রাপকের হাতে তুলে দেন কাঁকরতলা থানার পুলিশ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রসা স্কুল মোড়ে অন্যান্য দিনের মতো প্লাস্টিকের বালতি বাঁধা অবস্থায় সাইকেল ঠেসিয়ে দোকানে কেনাকাটা করতে গিয়ে খোয়া যায় সাইকেলটি। ঘটনাটি ঘটে গত ৩০ শে জুলাই কাঁকরতলা থানার রসা স্কুল মোড়ে। সাইকেলটি অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায় নি। সাইকেল মালিক রসা গ্রামের বাপী রুইদাস স্থানীয় থানায় সাইকেল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে। পুলিশ দীর্ঘ কয়েক দিন যাবত তদন্ত চালিয়ে শেষমেষ বালতি সহ সাইকেল উদ্ধার করে । শনিবার সাইকেল হারানোর অভিযোগ দায়ের করা বাপী রুইদাস কে থানায় ডেকে পাঠানো হয় এবং হারিয়ে যাওয়া বালতি সহ সাইকেল তার হাতে তুলে দেয়। হারিয়ে যাওয়া সাইকেল ফেরৎ পেয়ে কাঁকরতলা থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বাপী রুইদাস।