বরাকর পুলিশ এর প্রচেষ্টায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া ব্যাগ
কাজল মিত্র,
– বারাকর ফাঁড়ির ইনচার্জ রবীন্দ্র নাথ দলুইয়ের প্রচেষ্টায় এক ব্যবসায়ী তার হারিয়ে যাওয়া ৬০ হাজার টাকার এক ব্যাগ ফিরে পেলেন ।জানা যায় রঘুনাথপুর জেলার রায়গঞ্জ গ্রামের বাসিন্দা মধুসূদন মন্ডল মুড়ি কিনতে বারাকর স্টেশন রোডে আলু গদির কাছে আসেন ।
ওই ব্যক্তি টাকা ভর্তি একটি ব্যাগ
নিজের টাটা এসি গাড়িতে তিনি মুড়ি দোকানে গিয়ে জিনিস কেনাকাটি করতে যান।এরপরে তিনি দোকানদারকে টাকা দেওয়ার জন্য গাড়ির কাছে আসে কিন্তু তিনি এসে দেখেন গাড়ির মধ্যে রাখা টাকার ব্যাগটি সেখানে নেই।এই ব্যাগ হারিয়ে যাওয়ার খবর বরাকর পুলিশ কে জানানো হয় ।এর পর ঘটনাস্থলে বরাকর থানার পুলিশ পৌঁছায় সেখানে গিয়ে খোঁজখবর নিতে গিয়ে দেখেন বরাকর চেম্বার অফ কমার্সের একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই সিসিটিভির পুটেজ দেখে বরাকর পুলিশ ব্যাগ চুরি করা যুবককে সনাক্ত করেন এবং জানাজায় ওই যুবকটি এর আগেও বহুবার বরাকর পুলিশ এর হাতে ধরা পড়েছে।তরীঘড়ি বরাকর পুলিশ
ঐ যুবকের বাড়িতে অভিযান চালায় যদিও এই অপরাধী পলাতক ছিল তবে অপরাধীর বাড়ি থেকে এই টাকার ব্যাগটি উদ্ধার করেন বরাকর পুলিশ। বরাকর পুলিশ এই টাকা উদ্ধার করে ওই ব্যক্তিকে জানাই পরে ওই ব্যক্তি বরাকর পুলিশ ফাঁড়ি পৌঁছে নিজের ব্যাগ ফিরে পান ।
নিজের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পাওয়ার পর শ্রী মন্ডল বারকর পুলিশকে ধন্যবাদ জানান পাশাপাশি বরাকর চেম্বার অফ কমার্সের সভাপতি শিব কুমার আগরওয়ালও বরাকর ফাড়ির ইনচার্জকে ধন্যবাদ জানান ।