মোল্লা ওয়াসিম আক্রাম,
গত সোমবার আন্তজার্তিক হোটেল হায়াত রিজেন্সি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে – মুম্বাইয়ে হায়াত রিজেন্সির সব অন রোলে থাকা কর্মীদের বেতন দেওয়ার মত এবং হোটেল পরিষেবা চালু রাখার মত অর্থ কর্তৃপক্ষের কাছে নেই।তাই কর্মীদের বেতন বন্ধ করা হলো। পাশাপাশি সাময়িক ব্যবসা বন্ধ থাকছে ‘। এই নামী হোটেল টি মার্কিন আতিথেয়তা পরিষেবা দেওয়া কোম্পানি হিসাবে পরিচিত। এশিয়ান হোটেলস (ওয়েস্ট) এর সাথে চুক্তি অনুযায়ী হায়াত রিজেন্সি এই হোটেল চালায়।দিল্লিতে দুদশক চালানার পর গত ২০০২ সালে মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হোটেল নেয় হায়াত রিজেন্সি।৪০১ টি ঘর বিশিষ্ট এই হোটেলে সমাজের বিত্তশালীদের নানান সামাজিক অনুষ্ঠান চলে থাকে।তবে সাম্প্রতিক সময়কালে মারণ ভাইরাস করোনার প্রকোপে বিশ্বের সামগ্রিক অর্থনীতি বিপর্যস্ত।ঠিক এই ধরনের পরিস্থিতিতে হায়াত রিজেন্সি তাদের মুম্বাইয়ের শাখা হোটেলটির সমস্ত কর্মীদের বেতন বন্ধ রাখার পাশাপাশি সাময়িক ব্যবসা বন্ধ রাখার নির্দেশিকা জারি করলো।