হিউম্যান অর্গানাইজেশন, ফরেস্ট অফিস ও হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা

Spread the love

হিউম্যান অর্গানাইজেশন, ফরেস্ট অফিস ও হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা

সেখ সামসুদ্দিন, ১০ আগস্টঃ আজ শনিবার বাঁকুড়া নর্থ ফরেস্ট ডিভিশন ও “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর যৌথ উদ্যোগে বাঁকুড়া জেলার বড়জোড়া ফরেস্ট রেঞ্জের শীতলা বিট অফিসের সক্রিয় সহযোগিতায় কালপাইনি গ্রামের মানুষজনের জন্যে একটি স্বাস্থ্য শিবির কর্মসূচীর আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত ছিল এই সংস্থার সম্পাদক স্বপ্না বরাট ও সংস্থার দুর্গাপুর ইউনিটের অন্যতম বিশিষ্ট সদস্য মনোজ ভট্টাচার্য্য। বড়জোড়া হাসপাতালের বি.এম.ও.এইচ এবং বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট-এর সহযোগিতায় বিনা মূল্যে ওষুধ, ‘আয়ুষ’-এর সহযোগিতায় বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসক এবং “দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি”-র সহযোগিতায় এই সংস্থার চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের ব্যবস্থা এবং অন্যান্য রোগীদের দেখার ব্যবস্থা করা হয়। এছাড়াও লুপিন ডায়গনাস্টিক -এর সহযোগিতায় বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন বড়জোড়ার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, ছিলেন কালী ব্যানার্জী, পঞ্চায়েত সদস্যা অর্চিতা বিট, বড়জোড়া বনবিভাগের রেঞ্জার সইফুল রহমান, শীতলা বিটের বিট অফিসার বিদ্যুৎ মাহাতা সহ বনবিভাগের অন্যান্য কর্মীরা ও গ্রামবাসীরা। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ গৌতম হোমচৌধুরী, গাইনি এবং শিশু চিকিৎসায় ডাঃ রমা ভৌমিক এবং আয়ুর্বেদিক বিভাগে ছিলেন ডাঃ নির্মল হাঁসদা। সমগ্র অনুষ্ঠানটি সকলের সক্রিয় সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *