হীড়বাঁধের বাসুদেবপুর গ্রামে জন্মাষ্টমী মহোৎসব ও রক্তদান শিবির।
শুভদীপ ঋজু মন্ডল, বাঁকুড়া:–
হিড়বাঁধ ব্লকের বাসুদেবপুর গ্রামে লক্ষী নারায়ন জিউ ট্রাস্ট এর উদ্যোগে জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের পাঁচ জন মহিলা সহ মোট ২০জন স্বেচ্ছায় রক্তদান করেন।১০৭তম জন্মাষ্টমী ও নন্দ উৎসব উদযাপন হচ্ছে এই গ্রামে। এখানে উল্লেখ্য এই গ্রামের এটি সবচেয়ে বড় উৎসব যারা বাইরে থাকেন তারা এই অনুষ্ঠানে বাড়িতে আসেন ও উৎসবে মাতেন। শনিবার সকালে গ্রামের পুকুর থেকে মঙ্গল ঘট নিয়ে এসে মন্দির প্রাঙ্গণে দিনভর চলে পুজো পাঠ ও কীর্তন ।ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক হয় রাত্রি বারোটায়। আজ রবিবার নন্দ উৎসব উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে ও দুপুরের প্রসাদ দেওয়া হয়।। উদ্যোক্তাদের পক্ষে অমল সিংহ মহাপাত্র, বিকাশ সিংহ মহাপাত্র, সোমনাথ সিংহ মহাপাত্র, দুঃখ ভঞ্জন সিংহ মহাপাত্র রা বলেন আমাদের শতবর্ষ প্রাচীন এই মন্দির এবং এই জন্মাষ্টমী ও নন্দ উৎসব মহা মহোৎসব এই উৎসবকে কেন্দ্র করে গ্রামের বাইরে থাকা মানুষজন হাজির হয় এই দুইদিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও একসঙ্গে খাওয়া দাওয়া। এই সময় তিন দিন ধরে গ্রামের কারো বাড়িতে রান্না চড়েনি সকলেই মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। প্রতিবছরে ই এই উপলক্ষে নন্দ উৎসবের দিন স্বেচ্ছায় রক্তদান শিবির সংঘটিত করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে সাথে রয়েছেন মহেশ্বর।