আমিরুল ইসলাম,
ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দর অধিকারীর উদ্যোগে ওরগ্রামে হুল দিবস পালন।
বুধবার ৩০ জুন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হল হুল দিবস। পন্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী সংগঠনের উদ্যোগে ও ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সহযোগিতায় ওরগ্রাম পাওয়ার হাউস মাঠে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাসুদেব যশ,রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনারসহ পন্ডিত রঘুনাথ মুর্মুর ছাত্র সংগঠনের সদস্য বৃন্দ ।
এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তারপর একে একে সকলে আদিবাসী দুই বীর সিধু-কানুর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন।
প্রায় ১৫০ বছর পূর্বে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দুই আদিবাসী যুবক- সিধু মুর্মু ও কানু মুর্মু । তারপর ১৮৬৫ সালে সিধু-কানুর নেতৃত্বে হয় আদিবাসীদের বিদ্রোহ । এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন । কিন্তু শেষ পর্যন্ত কানুকে ফাঁসি দেওয়া হয় আর সিধুকে গুলি করে মেরে ফেলে ইংরেজ সিপাহিরা । তাদের স্মরনে প্রতিবছর ৩০শে জুন পালিত হয় ‘হুল দিবস’ বা ‘সাঁওতাল বিদ্রোহ’ দিবস ।