১লা জানুয়ারি জেলা ব্যাপী তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি। সেই থেকে প্রতি বছর দিনটি তৃনমূল কংগ্রেস পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।অনুরূপ আজ ১ লা জানুয়ারি রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূম জেলার বিভিন্ন ব্লক,অঞ্চল সহ বুথ স্তরেও দলীয় কর্মীদের নিয়ে মহাসমারোহে দিনটি পালিত হয়। দলীয় পতাকা উত্তোলন, মনিষীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, মিষ্টি,কেক বিতরণ,হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফলমূল বিতরণ।কোথাও কোথাও বাদ্যযন্ত্র সহযোগে বর্নাঢ্য শোভাযাত্রা,সবুজ আবির খেলা ইত্যাদি ভাবে প্রতিষ্ঠা দিবস পালনের খবর পাওয়া গেছে।রাজনগর,দুবরাজপুর,
খয়রাশোল,ইলামবাজার, সিউড়ি সহ জেলার বিভিন্ন ব্লক এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচির খবর পাওয়া যায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকর্মী প্রয়াত হয়েছেন, দলে তাদের অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আগামী লোকসভা ভোটের প্রস্তুতি পর্বের কর্মসূচি স্থির করা হয় এদিনের অনুষ্ঠান থেকে।সেই সাথে কোনো কোনো ব্লকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।