১০০ দিনের প্রকল্পের টাকা পেয়ে আদিবাসী নৃত্য অনুষ্ঠানের আয়োজন ভাতাড়ে।
সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) দীর্ঘদিন ধরে ১০০ দিনের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের পাওনা বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ১০০ দিনের প্রকল্পের প্রাপ্য টাকা ফিরে পেয়েছেন জবকার্ড উপভোক্তারা। ১০০ দিনের টাকা ফিরে পেয়ে রাজ্য সরকারকে আদিবাসী নৃত্যের মাধ্যমে অভিনন্দন জানালেন আদিবাসী নৃত্যের দল। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ১৬ টি আদিবাসী নৃত্যের দল এদিন ওড়গ্রামের বুলবুলি ডাঙ্গা মাঠে নৃত্যে অনুষ্ঠানে অংশ নেন। ভাতারের সাহেবগঞ্জ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। পাশাপাশি প্রায় ৫০০ জন আদিবাসী সম্প্রদায়ের বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও আদিবাসী নৃত্যের দলের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।। উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী বাসুদেব রায়, মিলন কুমার বিষ্ণু, শেখ রজব আলী, শেরশাহ চৌধুরী, তনজ ঘোষ সহ বিভিন্ন বুথের সদস্য সদস্যরা।
দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন, ভাতারের সাহেবগঞ্জ দু’নম্বর পঞ্চায়েত এলাকাকে মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। অধিকাংশ মানুষই শ্রমজীবী। দীর্ঘদিন ধরে সেই সমস্ত খেটে খাওয়া গরিব মানুষদের ১০০ দিনের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ১০০ দিনের প্রকল্পের টাকা ফিরে পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে পঞ্চায়েতের সহযোগিতায় আদিবাসী নৃত্যের মাধ্যমে রাজ্য সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। প্রায়৫০০ জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।