কাজল মিত্র,
অবৈধ কয়লা ব্যবসায়ি লালার সহযোগী রত্নেশ কে পলাতক ঘোষণা করলেন সিবিআই
:- গত কয়েকদিন ধরেই অবৈধভাবে কয়লা কারবাড়িদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে দিল্লির সিবিআই এর একটি দল।আর এই সিবিআই এর একটি বিশেষ দল সিবিআই আদালতের নির্দেশে অবৈধ কয়লা পাচারকারী অনুপ মাঝির সহযোগী বার্নপুর বড়তড়িয়ার বাসিন্দা রত্নেশ বর্মার বাড়ির সামনে একটি নোটিশ টাঙানো হয় যেখানে সিবিআই এর তরফ থেকে ওই নোটিসে তাকে পলাতক ঘোষণা করেছে। রত্নেশ ভার্মাকে 11 ফেব্রুয়ারি আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মতে, তিনি নির্ধারিত তারিখে উপস্থিত না হলে তার সম্পত্তি সংযুক্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করা হবে। এই ঘটনা নিয়ে আসানসোল ও বার্নপুরে কয়লা পাচারকারীদের মধ্যে আতঙ্কের ছায়া নেমে এসেছে ।