সেখ সামসুদ্দিন,
১৫ দফা দাবির ভিত্তিতে সিপিআইএমের মেমারি পৌরসভা অভিযান করা হয়। পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ সহ ডেপুটেশন চলে। প্রশান্ত কুমার, ফারহাদ মন্ডল, চিন্তা কোঙার, পিন্টু ভট্টাচার্য প্রমুখের নেতৃত্বে পৌরপ্রশাসক স্বপন বিষয়ীর কাছে ডেপুটেশন দিতে যান। বাইরে সিপিএম নেতা সনৎ ব্যানার্জীর সভাপতিত্বে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন প্রাক্তন সিপিএম বোর্ডের কাউন্সিলার পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার সহ সনৎ ব্যানার্জী। এদিন ১৫ দফা দাবির মধ্যে ছিল আয়কর হীন পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মহীনদের কাজের দাবি, পৌর আইন অনুযায়ী নাগরিক সভা, জিটিরোডে রেলের ওভারব্রীজ সহ অন্যান্য দাবি সমূহ।