১৬তম উপজাতীয় যুব আদান – প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়, নেহেরু যুব কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
নেহেরু যুব কেন্দ্র সংগঠন পশ্চিম বঙ্গের পরিচালনায় সাত দিন ব্যাপী ১৬তম উপজাতীয় যুব আদান – প্রদান কার্যক্রমের ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয় গত ২৫ শে জানুয়ারি। যেখানে মহারাষ্ট্র, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশ থেকে ২০০ জন যুবক – যুবতী অংশগ্রহণ করে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সেন্ট পলস ক্যাথেড্রাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সাইন্স সিটি দর্শন করে। উক্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনে আগত যুবক – যুবতীরা খুব উদ্দীপিত ও আনন্দিত হয়ে পড়ে। বিশেষ করে সাইন্স সিটি দর্শনের মধ্যে একটি শিক্ষণীয় এবং বিস্ময়কর অভিজ্ঞতা হয় যা তাদের উত্তেজনাকে উদ্দীপিত করে এবং তাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিমগ্ন করে। পরিদর্শন করা স্থানগুলির সাথে যুক্ত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিজ্ঞানের তাৎপর্যের প্রশংসা করে । উল্লেখ্য গত ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত সাত দিনের আবাসিক যুব আদান – প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান ।