১৮ জন ডব্লু বি সি এস আধিকারিককে আই এ এস এ উন্নীত ঘোষণা রাজ্যের।

Spread the love

১৮ জন ডব্লু বি সি এস আধিকারিককে আই এ এস এ উন্নীত ঘোষণা রাজ্যের।


সাধন মন্ডল বাঁকুড়া:—-রাজ্যের ১৮ জন ডব্লুবিসিএস অফিসার কে আইএএস পদমর্যাদায় উন্নীত করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে তালিকায় রয়েছেন ঋষিকেশ মুদি, শ্যামল চন্দ্র মন্ডল, গোমা লামু সেরিং, কৌশিক বসাক, মনি দীপা ভট্টাচার্য, সুমিতা বাগচী, প্রমূখ এদের মধ্যে ঋষিকেশ মুদী ১৯৯৫ থেকে ৯৭ পর্যন্ত সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন। তার আমলে সারেঙ্গা ব্লক এলাকায় বিভিন্ন উন্নয়ন মুখী কার্যক্রম হয়েছিল। তিনি সারেঙ্গার বড়দি পাহাড়কে একটি পিকনিক স্পট বানাতে চেয়েছিলেন । তার জন্য সেখানে সেই সময় কয়েকটি অনুষ্ঠান ও করেছিলেন।তার এই উন্নতিতে খুশি সারেঙ্গা এলাকাবাসী ।তাকে সারেঙ্গার মানুষ এখনো মনে রেখেছেন। এখানে উল্লেখ্য তিনি এখান থেকে চলে যাওয়ার পরে বর্তমানে নবান্নের কৃষি দপ্তরের অধিকর্তা ছিলেন এই সময়েই তিনি দুবার এসেছিলেন ও এলাকার মানুষজনদের সাথে দেখা করে গেছেন। কৃতজ্ঞতা জানিয়ে গেছেন তার আমলে তার অফিসে কেয়ারটেকার হিসাবে থাকা বৃদ্ধ ত্রিলোচন ডাঙ্গর কে। ঋষিকেশ বাবু বৃদ্ধ ত্রিলোচন বাবুর কথা মনে রেখে তার রাইপুরের চাঁন্দু ডাঙ্গা গ্রামের বাড়িতে এসে দেখা করে গেছেন যা ত্রিলোচন বাবুরএকটি স্মরণীয় ঘটনা বলে ত্রিলোচন বাবু আমাদের জানালেন। তিনি বলেন সাহেব আমার মত একজন কর্মচারীর কথা মনে রেখেছেন এটা আমার কাছে বড় পাওনা। উনি প্রথম সারেঙ্গায় এসেছিলেন বিডিও হয়ে তখন সারেঙ্গায় কোন কোয়াটার ছিল না একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন সাথে আমি থাকতাম । উনি আমাকে পিতার মতো শ্রদ্ধা করতেন আমার সেই ছেলে আজ আইএএস হয়েছে আমি খুব গর্ব অনুভব করছি। সাহেবকে আরো একবার আমার বাড়ি আসার আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *