২০২৪ এ আসতে চলেছে নতুন ছবি ‘ড্যানি দ্যা বস’
ছবির প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। জয় বজরঙ্গি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে বড় পর্দায় প্রকাশ পাচ্ছে “ড্যানি দ্যা বস”। প্রযোজক সংস্থা আশা করছে মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলবে এই ছবি। প্রেম, একশন, রোমাঞ্চ নিয়ে গড়ে ওঠা এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পাবে বলেই মনে করা হচ্ছে।
ছবিটির পরিচালক তন্ময় মন্ডল। সুঝুক কুমারের নির্দেশনায় ছবিটির শুটিং চলেছে। মধুর প্রেম ও অ্যাকশনে ভরপুর এই সিনেমা। এই সিনেমা আগামী দিনে সিনেমা প্রেমিক বাঙালি মন জয় করবে। সিনেমায় মুখ্য চরিত্রের অভিনয় করছেন আকাশ নন্দী, অপর্ণা, বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা সমীর দাস (রুদ্রজিৎ), মৃত্যুন হাজরা বলিউড অভিনেতা জয় বদলানি, সুপ্রিয় দত্ত। এছাড়াও পার্শ্বিচরিত্রে একাধিক বক্স অভিনেতা-অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করছেন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শুটিং চলছে বলে পরিচালক তন্ময় মন্ডল সাংবাদিককে জানান। "ড্যানি দা বস" ২০২৪ সালে সিনেমা হলে মুক্তি পাবে। বিনোদনে ভরপুর এই ছবি দর্শকদের মন কেড়ে নেবে বলেই তাঁদের বিশ্বাস।