২০২৫ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা প্রদান জেলা পুলিশের উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই কৃতি পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল সহ শুভেচ্ছা ও শুভকামনা তথা সংবর্ধনা প্রদান করা হয়। সেরূপ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং স্থানীয় থানার ব্যবস্থাপনায় এলাকার কৃতি ২০২৫ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা দেওয়া হয়।কাঁকড়তলা থানার অধীনে থাকা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় রবিবার কাঁকড়তলা থানার পুলিশের পক্ষ থেকে। কাঁকড়তলা থানার ওসি মহঃ শাকিব সাহাব,এস আই আব্দুল হাই, এএসআই আনন্দ ভুঁইমালি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাঁদের বাড়িতে গিয়ে ফুল, মিষ্টি ও উপহারসামগ্রী তুলে দেন। সংবর্ধনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। জানা যায় এলাকায় মোট ১১ জন ২০২৫ বর্ষের কৃতি পড়ুয়াদেরকে সংবর্ধনা প্রদান করা হবে। অন্যদিকে খয়রাসোল থানার ওসি সেখ কাবুল আলী ও এলাকার চারটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় ২০২৫ বর্ষের কৃতি হিসেবে স্বীকৃত তাদের হাতে উপহার সামগ্রী ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। খয়রাসোল থানার পক্ষ থেকে কৃতি পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় থানার এসআই শান্তনু মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীগণ।পুলিশের এই মানবিক উদ্যোগ এলাকার অভিভাবক ও শিক্ষকমহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এমন সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করবে এবং পড়াশোনার প্রতি তাঁদের আরও মনোযোগী করে তুলবে বলে অভিভাবক মহলে অভিমত।