২১ শে জুলাই শহীদ দিবস কে সামনে রেখে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- ভোট, গ্রীষ্মের দাবদাহ ইত্যাদি কারণে জেলার বুকে রক্তদান শিবির আশানুরূপ না হওয়ায় জেলার ব্লাড ব্যাংক গুলিতে দেখা দেয় রক্তের সংকট। ভোট পরবর্তী এবং গ্রীষ্মকালীন রক্তসংকট মোচনে খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের আয়োজনে এবং পান্ডবেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় ও আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের টেকনিশিয়ানদের সহযোগিতায় ২রা জুুলাই মঙ্গলবার খয়রাশোলে নবনির্মিত তৃনমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিনের শিবিরে মহিলা পুরুষ মিলে প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের হাতে শংসাপত্রের পাশাপাশি রক্তদান বিষয়ক সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত গেঞ্জী তুলে দেওয়া হয়।বর্তমান যুব সমাজ সহ সকল স্তরের মানুষদের কাছে আহ্বান জানানো হয় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার। ১৮ থেকে ৬৫ বছর বয়সী সকলেই রক্তদান করতে পারেন, কোনো অসুবিধা হয় না।রক্তদান শিবিরের সংখ্যা আরও বাড়িয়ে তোলা এবং বুথ স্তর পর্যন্ত শিবির করার লক্ষ্যে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের মধ্যে সামিল হওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা ।শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেস কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ,তৃণমূলের রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক মৃনালকান্তি ঘোষ এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে।এছাড়াও ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, ব্লক তৃনমূল নেতৃত্ব সেখ জয়নাল,কেনিজ রাসেদ,প্রান্তিকা চ্যাটার্জী,রুনু সিংহ,রজত মুখার্জী সহ তৃনমূলের নেতা কর্মীরা।একান্ত সাক্ষাৎকারে রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস আয়োজিত মেগা রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি আরও বলেন আগামী ২১ শে জুলাই তৃনমূল কংগ্রেসের ডাকে কোলকাতা ময়দানে শহীদ দিবস পালিত হবে। সেই বার্তার পাশাপাশি বর্তমান যুব সম্প্রদায়ের মধ্যে যেন সমাজ গঠনের ভাবনা জাগ্রত হয় সেটাকে সামনে রেখেই গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণের এক প্রয়াশ।