কমল বড়া,
মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম বাজারে ভারতের জাতীয় কংগ্রেসের পথসভা ও মিছিল, 9 দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল কুসুমগ্ৰাম বাজারে জাতীয় কংগ্ৰেসের কার্যালয়ের থেকে মিছিল শুরু হয়,সারা কুসুমগ্ৰাম বাজার পরিক্রমা করে কুসুমগ্ৰাম বাস স্ট্যান্ডে সামনে বেদিতে পথ সভা করে।9দফা দাবিতে এই পথ সভা,এই দাবি সরকার না মানলে লাগাতার আন্দোলন চলতে থাকবে হুশিয়ারী দেন ব্লক সভাপতি বুলবুল আহাম্মেদ ,কুসুমগ্ৰাম কংগ্ৰেস কার্যালয়ে সামনে 250টি পরিযায়ী শ্রমিকের পরিবার মন্তেশ্বর ব্লক কংগ্ৰেসের সভাপতি বুলবুল আহাম্মেদ হাত থেকে ফ্লাগ নিলো।