২৫ তম মুকুটমনিপুর মেলা উদ্বোধনে মন্ত্রী বুলুচিক বারাইক
সাধন মন্ডল বাঁকুড়া:—– বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমনিপুর। এই মুকুটমণিপুরে আজ ১৭ ডিসেম্বর থেকে শুরু হল তিনদিনের মুকুটমণিপুর মেলা যে মেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বারাইক সাথে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সভাধিপতি অনুসূয়া রায়, সহকারি সভাধিপতি পরিতোষ কিসকু,বাঁকুড়া জেলা শাসক শিয়াদ এন, অতিরিক্ত জেলা শাসক নকুল মাহাতো বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি, রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, খাতড়া মহকুমা শাসক ডাঃ শুভম মৌর্য্য সহ খাতড়া মহকুমা এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি গন ও বিশিষ্ট মানুষজন। উদ্বোধনের আগে উদ্বোধক প্রধান অতিথি সহ বিশিষ্ট অতিথি বৃন্দকে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করে মঞ্চে নিয়ে আসা হয় সেখানে অতিথিদের বরণের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন উদ্বোধক সহ বিশিষ্ট অতিথি বৃন্দ। পরে মঞ্চে মেলার একটি পত্রিকা প্রকাশিত হয়। এই মেলার গৌরবের ইতিহাস উপস্থিত দর্শক ও অতিথিদের সামনে তুলে ধরেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি এই মেলাতে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিকগুলি তুলে ধরেন তাছাড়া তিনি বলেন মেলা প্রাঙ্গণে ত্রিশটিও বেশি বিভিন্ন স্টল রয়েছে সেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতের কাজ এবং বাঁকুড়ার সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন জিনিস পত্র কেনাবেচা চলছে। মন্ত্রী বুলুচিক বারাইক বলেন মুকুটমণিপুরের এই মেলা বাঁকুড়ার একটি ঐতিহ্যবাহী মেলার মধ্যে অন্যতম এখানে এসে আমি কৃতজ্ঞ। এত সুন্দর একটি জায়গা আমি দর্শন করতে পারলাম তা এই মুকুটমণিপুর মেলার জন্যই। যারা আমাকে এখানে আসতে এই সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বিভিন্ন মেলার কথা তুলে ধরেন এবং বলেন রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন সংস্কৃতিকে তিনি সম্মান দিয়ে চলেছেন তাই সারা বছর ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলার আয়োজন করে থাকেন। তিনি আরো বলেন এ বছরেই প্রথম ছেলেদের জন্য সাইকেলের ব্যবস্থা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১২ লক্ষ সাইকেল দেওয়া হবে বলেও তিনি জানান। স্বাগত ভাষণ দেন খাতড়া মহকুমা শাসক ডাক্তার শুভম র্মৌর্য এছাড়া মেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা শাসক শিয়াদ এন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও জেলা সভাধিপতি অনসূয়া রায় । মেলা প্রাঙ্গণে আদিবাসী নৃত্য ও ছৌ নৃত্য প্রদর্শিত হয়। ধামসা মাদলে কাঠি বাজিয়ে আজকের মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপস্থিত অতিথিবৃন্দ। আগামীকাল সকালে মুকুটমণিপুর জলাধারে নৌকা বাইচ প্রতিযোগিতা হবে বলে প্রশাসন জানা যায় যা মুকুটমনিপুরের ইতিহাসে এই প্রথম। মুকুটমণিপুরের মানুষজন একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।মেলাতে এবারের বাজেট ২২ লক্ষ টাকা বলে প্রশাসন সূত্রে জানা যায়। তিন দিনের এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে উদ্যোক্তাদের ধারণা।