৩০ এর দশকে রাজনৈতিক সংকটে মুসলিম লীগের ভূমিকা বিষয়ক সেমিনার
সেখ সামসুদ্দিন, ৯ ডিসেম্বরঃ ইতিহাস বিভাগের গ্রন্থাগার দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিল “৩০ এর দশকে রাজনৈতিক সংকটে মুসলিম লীগের ভূমিকা।” প্রধান বক্তা ছিলেন কাঁদরা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয় এর অধ্যক্ষ তথা ইতিহাসবিদ ডক্টর মৃণাল কান্তি চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক ডঃ অভিজিৎ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী, অধ্যাপক অনুপম গড়াই, ডঃ অনুপম মুখার্জী, অধ্যাপক সপ্তর্ষি মণ্ডল সহ অন্যান্য বিভাগীয় অধ্যাপকবৃন্দ। এদিনে ডঃ মৃণাল কান্তি চট্টোপাধ্যায় বৃটিশ বিরোধী আন্দোলনে মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের ভূমিকা নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন।