৩৯ তম মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

৩৯ তম মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে রামপুরহাট মহকুমা স্তরের প্রাথমিক, নিন্ম বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয় বুধবার।আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক।রামপুরহাট মহকুমা স্তরের এবারের ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন রামপুরহাট পশ্চিম চক্র। মহকুমা ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক প্রসেনজিৎ মন্ডলের সুদক্ষ পরিচালনায় খেলা গুলি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।ক্রীড়া কমিটি সূত্রে জানা যায় যে, মোট ৮৭৯ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০৮ জন প্রতিযোগি ৩৪ টি বিভাগে খেলায় অংশ গ্রহণ করেছিল। মহকুমা পর্যায়ের খেলায় যারা বিজয়ী হবে আগামী ৩০-৩১ জানুয়ারি বোলপুরে অনুষ্ঠিত জেলা স্তরের খেলায় তারা অংশ গ্রহণ করবে।
অন্যদিকে সিউড়ি সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় রাজনগরের ডাকবাংলো ফুটবল মাঠে। সিউড়ি মহাকুমার আটটি ব্লকের ১২টি চক্র থেকে এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমে রাজনগর শম্ভু বংশী বিদ্যালয় থেকে মশাল নিয়ে ডাকবাংলো খেলার মাঠে পৌঁছান শিক্ষক রবীন্দ্রনাথ সরেন। এরপর মাঠের মধ্যে মশাল প্রজ্জ্বলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।
প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। দৌড়,লং জাম্প ,হাই জাম্প , জিমন্যাস্টিক সহ ৩৪ টি ইভেন্টে ৩৭৮ টি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা সহ পুরস্কার। এখানে
উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর থানার ওসি দেবাশীষ পণ্ডিত,রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, সদর মহকুমা ক্রীড়া কমিটির সম্পাদক শ্যামসুন্দর রায়, রাজনগর চক্র ক্রীড়া কমিটির যুগ্ম-সম্পাদক তুষার সাহা ও টুটুল হোদা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *