৪৬ বাংলোর পুস্প প্রদর্শনী
পৃথক কোন পুস্প প্রদর্শনী নয় l বাড়ীর বাগানের পুষ্প ও সব্জি প্রদর্শনী l নানা রঙের বাহারি ফুল, ফল আর সব্জি নিয়ে এমন প্রদর্শনীর জুড়ি মেলা ভার l বিচারক রা ৪৬ টি বাংলো ঘুরে ঘুরে প্রদর্শনীর উৎকর্ষতা নির্ধারণ করলেন l যেমন একটি আবাস গৃহে সামনের ফুলের বাগান আর পেছনে কিচেন গার্ডেন হয় l যা প্রতিটি বাড়ীর নিজস্ব গৃহ সজ্জা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে l পরিবেশ বান্ধব এমন বাগানের ফুল ফল বাহারি সব্জি এতোটায় দৃষ্টি নন্দন যে চোখের দেখা দেখলেও চোখ জুড়িয়ে যায় l সঙ্গে প্রাকৃতিক ভার সাম্য ও দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে এই সবুজয়াঅন রক্ষানা বেক্ষণের মাধ্যমে
দুর্গাপুরের পিসিবিএল কলোনিতে শুরু হল পুষ্প প্রদর্শনী ও সবজি প্রদর্শনী। মূলত ওই আবাসনে থাকা আবাসিকদের নিয়েই এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করে আসছেন উদ্যোগ তারা বেশ কয়েক বছর ধরে। রকমারি ফুলের বাহার ও বিভিন্ন ধরনের সবজির প্রদর্শনী শিল্পাঞ্চল বাসীর আকর্ষণ কারে প্রত্যেক বছরই। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বনদপ্তর এর আধিকারিক অনুপম খান সহ পিসিবিএল কারখানার বিশিষ্ট আধিকারিকেরা। ছিলেন ফিলিপ্স কার্বন ব্ল্যাক লিমিটেড সংস্থার ইউনিট হেড সঞ্জীব চৌধুরী l