৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, স্বাক্ষরিত হয়েছে ২১২ টি মউ বাণিজ্য সম্মেলনে সমাপ্তিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর
সৌরভ দত্ত, কলকাতা:বৃহস্পতিবার শেষ হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫। এই বাণিজ্য সম্মেলনেও মোটা অঙ্কের বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য। অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
প্রথম দিনে ঠিক কত টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে তা এখনও স্পষ্টভাবে বলতে পারছি না। তবে, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ –এ আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি।”
বুধবার দুর্দান্তভাবে শুরু হয়েছিল অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫। বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনের পরিসমাপ্তিও ঘটল চমকের সঙ্গে। অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী-সহ সকল উদ্যোক্তার মুখে কার্যত চওড়া হাসি। সূত্রে খবর, বিজিবিএস-এর প্রথম দিনের শেষে রাজ্য প্রায় ১ লক্ষ কোটি টাকার কাছাকাছি বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল। এই বিষয়টি নিশ্চিত করেছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে বাংলায় এসেছে ৪লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব। এই অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে এ বিষয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দুর্দান্ত সাফল্যের দেখা পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণের শুরুতেই এদিন সমস্ত অতিথি ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে তিনি জানান, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন–এর অষ্টম সংস্করণও দুর্দান্ত সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের বাণিজ্য সম্মেলনে মোট ২০ টি দেশ অংশগ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন, “মুকেশ আম্বানি নিজেই জানিয়েছেন, তিনি ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন। মুকেশজি ও সজ্জন জিন্দালের সঙ্গে আমার পৃথকভাবে কথা হয়েছে। সজ্জন জিন্দাল আরও একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তৈরির বিষয়ে জানিয়েছেন। অন্ডাল বিমানবন্দরের উন্নয়নের প্রতিও তাঁদের আগ্রহ রয়েছে।”
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, গত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯.৫ লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। এর মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরও ৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের ১.৭২ কোটি মানুষ দরিদ্রসীমার বাইরে এসেছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৫ হাজারেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছিলেন। সম্মেলনে রাজ্য়ের সঙ্গে বিনিয়োগকারীদের মোট ২১২টি মউ স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সম্মেলনে ২১৫ টি প্রদর্শনী স্টলের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবারই অধিকাংশ মউ স্বাক্ষর হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের জন্য বিশ্ব বাণিজ্য সম্মেলন খুব ইতিবাচক হয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।