ইস্ট ইন্ডিয়া ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় এবং জোনাল ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে “৫ম ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫” গত ১-২ নভেম্বর, ২০২৫ তারিখে ওড়িশার ভুবনেশ্বরের উৎকল ক্যারাটে স্কুলে আয়োজিত হয়েছিল।
এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে, গত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় পদকজয়ী হওয়ার সুবাদে এই জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন প্রতিযোগী ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে দলের হয়ে অংশগ্রহণ করার সুযোগ পায়।
ঈশানী গুপ্তা ১৬/১৭ বছরের -৪৮ কেজি মহিলা কুমিতে বিভাগে সোনা জয়লাভ করে। অয়নতিকা সাহা ১০ বছরের +৪০ কেজি মহিলা কুমিতে বিভাগে ব্রোঞ্জ জয়লাভ করে। বৈদ্যুতি মন্ডল ১২ বছরের মহিলা কাতা বিভাগে ২য় রাউন্ড পর্যন্ত পৌঁছায়।
এই প্রতিযোগীদের কোচ দেবাশিসবাবু আরোও জানান, “ঈশানী ও অয়নতিকা দুজনেই অতীতে জাতীয় পদকজয়ী – পূর্ব বর্ধমানের গর্ব। ঈশানী এই জোনালে সোনা পাওয়ার সুবাদে আগামী অল ইন্ডিয়া ইন্টার জোনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে। সম্প্রতি রাজ্য স্কুল গেমস ক্যারাটেতে সোনা জেতার পর ঈশানী আগামী জাতীয় স্কুল গেমসেও প্রতিদ্বন্দ্বিতা করবে।”
ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অনুমোদিত এই ইস্ট ইন্ডিয়া জোনাল প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার এই তরুণ ক্যারাটেকাদের সাফল্যে গোটা জেলার ক্রীড়ামহল গর্বিত ও আনন্দিত।
