৫৫ বছরের পুজোর খুঁটিপুজো
সেখ সামসুদ্দিন, ৭ জুলাইঃ মেমারি বামুনপাড়ামোড় বাজার ও ক্লাব উদায়ন পুজো কমিটির ৫৫ বছরের পুজোর খুঁটিপুজো হয় আজ রথযাত্রার দিনে। নারকেল ফাটিয়ে এই খুঁটিপুজোর সূচনা করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় এবারের পুজোর বাজেট প্রায় ১৫ লাখ টাকা এবং জীবন তরী, হারানো শৈশব কেন্দ্রিক থিমের সজ্জা। বিধায়ক খুঁটিপুজোর সূচনায় মানুষের প্রতি সৌহার্দের পরিবেশ বজায় রাখার বার্তা দেন এবং আগামীদিনে পুজো সাফল্যময় হয়ে উঠুক কামনা করেন।