৬৫তম সম্প্রীতি উৎসব ২০২৫ ও ২৮তম রক্তদান শিবির
সেখ সামসুদ্দিন, ২৬ জানুয়ারিঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ৬৫ তম সম্প্রীতি উৎসব ২০২৫ ও ২৮ তম রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন খাঁড়ো ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী তাকে সহযোগিতা করেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস এবং খাড়ো যুবক সংঘের পতাকা উত্তোলন করেন সভাপতি সেখ সামসুদ্দিন, সহ সভাপতি সেখ ইউসুফ, সম্পাদক সেখ খলিল সহ সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার। পড়ে এসে উপস্থিত হন মেমারি পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মেমারি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানসুরা বেগম। সম্প্রীতি উৎসবের সূচনা পর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফের উন্নয়ন তহবিল কোটার আর্থিক সহায়তায় মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা স্কুলের নবনির্মিত গেট এর উদ্বোধন করেন চেয়ারম্যান এবং শিশুদের অঙ্কন প্রতিযোগিতার সূচনাতেও ছিলেন চেয়ারম্যান। অপরদিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার, বর্তমান ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানসুরা বেগম, সমাজসেবী গৌতম চ্যাটার্জী, খাঁড়ো যুবক সংঘের অন্যতম সদস্য সেখ সবুরউদ্দিন ওরফে বাপি সহ সংস্থার সদস্যবৃন্দ। এই সম্প্রীতি উৎসবে প্রাক্তন ও বর্তমান দুই বিপরীত মেরুর ভাইস চেয়ারম্যানের সম্প্রীতির মেলবন্ধন উপস্থিত সকলের নজর কাড়ে। অনুষ্ঠান চলাকালীন আসেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি ডাঃ সেখ কুতুবউদ্দিন, মেমারি থানার দুই পুলিশ অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ৬০ জন রক্তদান করেন বলে জানান দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সভাপতি সেখ সামসুদ্দিন। ৬-৮ বৎসরের শিশুদের রং ভরো প্রতিযোগিতায় প্রথম অনন্যা মোদক, দ্বিতীয় প্রেরণা পাল তৃতীয় স্থান অর্জন করে সুবর্ণ পাল এবং ৮-১১ বৎসরের ছেলেমেয়েদের যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় যুগ্ম প্রথম রিক্তা দাস ও তৃষা মোদক, দ্বিতীয় অদ্রিজ মাইতি ও তৃতীয় স্থান অর্জন করে সম্প্রীতি ঘরুই। এদিনের সমগ্র অনুষ্ঠানের