৭০ বছরের বৃদ্ধাকে ফিরিয়ে দিলেন তার পরিবারের হাতে, খয়রাসোল থানার পুলিশ

Spread the love

৭০ বছরের বৃদ্ধাকে ফিরিয়ে দিলেন তার পরিবারের হাতে, খয়রাসোল থানার পুলিশ

সেখ রিয়াজউদ্দিন,বীরভূম:- গতকাল অর্থাৎ বুধবার রাত্রে বীরভূম জেলার খয়রাশোল থানার সিভিক ভলান্টিয়ারদের পাঁচড়া গ্রামে ডিউটি চলাকালীন স্থানীয় হাটতলায় ৭০ বছর বয়সী এক মহিলাকে অসহায় অবস্থায় দেখতে পান এবং বুঝতে পারেন মহিলাটি এলাকার নয়।সেই মুহুর্তেই মহিলাটিকে নিরাপদ জায়গায় আশ্রয় দেয় সাথে খাবারও দেয়।এরপর সিভিক ভলান্টিয়ারেরা খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাসের সাথে যোগাযোগ করে বিষয়টি জানাতেই তিনি থানায় নিয়ে আসার জন্য বলেন।থানায় যাওয়ার পর পুলিশ জানতে পারেন যে, মহিলাটির নাম জিবেন্নেসা বিবি,স্বামী হায়দার আলি।বাড়ী ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুর থানার ধাবনা ফতেপুর গ্রামে।মহিলার বাড়ীতে রয়েছে তিন পুত্র ও স্বামী।জেলা পুলিশের সহায়তায় খয়রাশোল থানার পুলিশ যোগাযোগ করেন দেওঘর জেলার বিভিন্ন থানায়। রাত্রি বারোটা নাগাদ মহিলার
ঠিকানা নিশ্চিত হতেই তার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়।খবর পেয়ে মহিলাটির স্বামী এবং এক ছেলে খয়রাশোল থানায় আসেন বৃহস্পতিবার দুপুরবেলা। স্বামী ও পুত্রের হাতে দায়িত্ব সহকারে মহিলাকে তুলে দেওয়া খয়রাশোল থানার পক্ষ থেকে।মহিলাটির স্বামী ও পুত্র বীরভূম জেলা পুলিশের সাথে সাথে খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস সহ থানার অন্যান্য আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খয়রাশোল থানার সিভিক ও পুলিশের এরূপ তৎপরতায় ৭০ বছরের বৃদ্ধাকে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ায় ফের একবার পুলিশের মানবিক মুখ দেখলো এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *