৭৫ তম সংবিধান দিবস পালন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের

Spread the love

৭৫ তম সংবিধান দিবস পালন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২৬ শে নভেম্বর মঙ্গলবার যথাযথ ভাবে দেশের ৭৫ তম সংবিধান দিবস পালন করা হয় বোলপুরের বেঙ্গল ল কলেজে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বেঙ্গল ল কলেজ এবং ইলামবাজার থানার উদ্যোগে দিনটি পালিত হয়। ভারতের সংবিধান কি, কেন? সংবিধানে মানুষের ন্যায় সঙ্গত অধিকার নিয়ে কি বলা আছে? সংবিধান সম্পর্কে সম্যক ধারনা সবার থাকা দরকার। এসব বিষয়ে আলোচনে করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, বেঙ্গল ল কলেজের অধ্যক্ষা অনিন্দিতা সরকার দত্ত, পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, ইলামবাজার থানার অফিসার সোমনাথ দত্ত সহ অনান্যরা।

এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইন বিভাগে পাঠরত ছাত্র ছাত্রীরা। উল্লেখ্য ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। যেখানে মানুষের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, মৌলিক অধিকারের কথা বলা আছে। সাধারন মানুষ সংবিধানের দেওয়া অধিকার কি ভাবে ভোগ করবে, গরিব ও দুঃস্থ মানুষ, শিশু, মহিলারা কি ভাবে আইনী সাহায্য পাবে ও নিজের অধিকার বুঝবে। সাধারন মানুষের কাছে সংবিধানের গ্রহনযোগ্যতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে মহিউদ্দীন আহমেদ বলেন, সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা ভালো হয়েছে। ছাত্র ছাত্রীরাও অনেক প্রশ্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *